শ্রীমঙ্গলে পর্যটনে নতুন সংযোজন চা লাক্সারি
প্রকাশিত হয়েছে : ৩:১৭:০৭,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার:
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটনে নতুন সংযোজন হলো চা লাক্সারি হোটলে এন্ড রস্টেুরন্টে । বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শহরের সাগরদিঘি রোডে দুবাই টাওয়ারে শুভ উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
উদ্বোধন শেষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র মহসিন মিয়া মধু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদ হোসেন ইকবাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ী,সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন শ্রীমঙ্গলে প্রতিদিন হাজার হাজার পর্যটক বেড়াতে আসে। চা লাক্সারি হোটেল এন্ড রেস্টুরেন্ট বেড়াতে আসা সকল পর্যটকদের মানসম্মত সুযোগ-সুবিদা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।