বিয়ানীবাজার উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ১০:২৩ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স হলরুমে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে রুমা চক্রবর্তীকে সভাপতি ও জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিয়ানীবাজার উপেজলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার নারীদের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছে। প্রশাসনীক চাকুরিতে প্রধান পদগুলোতে এখন নারীদের দেখা যাচ্ছে। যা আমাদের নারী সমাজের জন্য গর্বের বিষয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সালমা বাছিত, সহ সভাপতি সামছুন নাহার মিনু, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা. বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশতাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও মোহাম্মদ জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নজরুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ।