নিউইয়র্কে সিলেট এমসি কলেজের এইচএসসি-১৯৮২ ব্যাচের বনভোজন
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৯, ৬:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বনভোজন ও কলেজের ১২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।
গত ৩০ জুন রোববার দিনভর লং আইল্যান্ডের ওয়ানটাক পার্কের খোলা মাঠে আন্তর্জাতিক জারুল তলার মিলন মেলা, এইচএসসি ৮০-৮২ কে ফিরে পাওয়ার প্রয়াস – শিরোনামে অনুষ্ঠিত হয় এ বনভোজন। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর প্রায় অর্ধ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন এ আয়েঅজনে।
এদিন সকাল থেকেই প্রাকৃতিক সৌন্দয্য মন্ডিত ওয়ানটাক পার্কে বনভোজন স্থলে সমবেত হন সবাই। মেতে ওঠেন উৎসব আয়োজনে। এক আনন্দময় আড্ডামুখর পরিবেশ তৈরি হয় পুরো পার্ক জুড়ে। এসময় তারা কলেজ জীবনের বর্ণিল স্মৃতিচারণসহ জম্পেস আড্ডায় মেতে ওঠেন। ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। প্রায় তিন যুগের পুরানো বন্ধুদের একসাথে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন সবাই। আবেগাপ্লুত মনে মেতে ওঠেন সুখ-দু:খের স্মৃতি চারণে।
সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রী ডেইজির স্বামী ডা. জামান ও প্রাক্তন ছাত্র কানাডা প্রবাসী এহসান চৌধুরী মুন্না উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে রং-বেরঙের বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মাঝে নিজ নিজ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন কলেজের প্রাক্তন ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুর রহিম বাদশা, কাজী অদুদ আহমেদ, মামুনুর রশিদ, ডা. শফিকুল হক চৌধুরী, ডা. মো. সিদ্দিকুর রহমান, ডা. একেএম জুবের আহমেদ, ডা. এস এ শামীম, এমএ করিম জাহাঙ্গীর, আসলাম কবির টিটু, তৌফিক আহমেদ বাবুল, সাব্বির এ মাসার, মুহিবুজ্জামান দুলাল, মোস্তাক হোসেন বকুল, নিয়াজ এ চৌধুরী, মো. একলাছুর রহমান, ডা. কেফায়েত হোসেন, মাকফিয়া জামান ডেইজি, আলাউদ্দিন, নজীর আহমেদ, আনোয়ার, জসীম, আহাদ, ফরহাদ, সঙ্গীত শিল্পী ফরিদ, ইসফা, কানাডা প্রবাসী এহসান চৌধুরী মুন্না প্রমুখ।
বনভোজন আয়োজনে ছিলো মজাদার সব খাবার-দাবার ছাড়াও বিভিন্ন খেলাধূলা। শিশু-মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে ছিল বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। এতে বিভিন্ন মূল্যবান সামগ্রী খেলাধুলায় অংশগ্রহণকারী এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
বনভোজন শেষে এ দিন সন্ধ্যায় ফ্লাওয়ার অব দ্য ইস্ট খ্যাত সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা লং আইল্যান্ডে ডা. শফিকুল হক চৌধুরীর বাড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করে কলেজের ১২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনন্দ উৎসবে মেতে ওঠেন সবাই।