যেভাবে টিভি দেখলে হতে পারে মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৯, ৪:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সারা দিনের কর্মব্যস্ততার পর আমাদের বিনোদনের একটি মাধ্যম হলো টিভি। তাই যখন কেউ টিভি দেখেন তখন একটু আরাম আয়েশ করেই দেখতে পছন্দ করেন। কিন্তু জানেন কি কোনো ভঙ্গিতে টিভি দেখলে আপনার জীবনও যেতে পারে।
অনেকেই বলেন সারা দিন শুয়ে বসে থাকলে জীবনও শুয়ে থাকে। আসলে তাদের কুঁড়ে মানুষই বলা হয়। ধরা যাক, পায়ের উপর পা তুলে বসে কাউকে নির্দেশ দেয়াই আপনার কাজ। কিন্তু জানেন কি এতে আপনি নিজের কত ক্ষতি করছেন? যদিও আপনার মনে হবে আপনিই ঠিক আছেন বা সুখে আছেন। কিন্তু জানেন কি বিপদ আপনার পিছনেই আছে।
একটি জরিপ এমন তথ্যই পাওয়া গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক তরুণদের উপর এই জরিপ চালান। তাতে দেখা গিয়েছে যারা সোফায় বসে হাত পা ছড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখতে অভ্যস্ত তাদের নাকি মৃত্যু হতে পারে তাড়াতাড়ি। সেই সঙ্গে বাড়ে শারীরিক অসুস্থতাও।
এছাড়াও অনেকেই আছেন যারা টিভি দেখতে দেখতে খাওয়া সেরে ফেলেন এবং দীর্ঘ সময় নেন খাবার শেষ করতে তাদের তুলনায় যারা একটানা বেশিক্ষণ কোথাও বসে থাকতে পারেন না এমন ব্যক্তি কিন্তু বেশিদিন বাঁচেন।