সকালে খালি পেটে দুধ চা, স্বস্তির বিপরীতে বিপদ আসছে না তো?
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৪, ১:৫১ অপরাহ্ণ
চা পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। চায়ের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না।
দিন কিংবা রাত যে কোনো সময়েই আমরা চা পান করে থাকি। কিন্তু জানেন কি? সকালে খালি পেটে দুধ চা খেলে হতে পারে নানান সমস্যা।
আসুন জেনে নেই-
* খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসার হতে পারে।
* অনেকেই আছেন দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে নেন। তাতে উপকার হবে বলেই মনে করেন। কিন্তু এই অভ্যাসের কারণে পেটে বাতাস জমতে পারে সহজে। তার থেকে পেট ব্যথা হতে পারে।
* চায়ে থাকে ট্যানিন। চা দুধের সঙ্গে মিশলে ট্যানিন আরও সক্রিয় হয়ে ওঠে। তার ফলে দুধ চা খেলে ট্যানিন নানা ধরনের দাগ-ছোপ সৃষ্টি করে। বিশেষ করে দাঁত হলুদ হয়ে যেতে পারে।
* প্রতিদিন খালি পেটে দুধ চা খেলে হজমের সমস্যাও হতে পারে।
* পেট ফেঁপে যেতে পারে দুধ চা খেলে। তার থেকেও সারা দিন অস্বস্তি হতে পারে।
* দিনে বারবার দুধ চা খেলে অনিদ্রার সমস্যাও হয়।
এসব সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন দুধ চা না খেয়ে সাধারণ লিকার খাওয়ার অভ্যাস করতে পারেন।