ব্রিটেনে ফুটবল স্টেডিয়াম কিনলেন সিলেটের কবির
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৫৬,অপরাহ্ন ০৪ মে ২০১৯
লন্ডন অফিস:
ব্রিটেনের বেডফোর্ডে ফুটবল স্টেডিয়াম কিনেছেন সিলেটের মোহাম্মদ কবির। আগামী পাঁচ বছরের জন্য ওই স্টেডিয়াম কিনে নেন ব্রিটিশ-বাংলাদেশি এ ব্যবসায়ী ।
২২ এপ্রিল মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে বেডফোর্ড টাউন এফসি’র আনুষ্ঠানিক চুক্তি হয়।
বেডফোর্ড ইনডিপেনডেন্ট এর খবরে বলা হয়, সেপ্টেম্বর থেকে বেডফোর্ড ফুটবল স্টেডিয়ামের নাম হবে মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ব্রাইট ম্যানেজমেন্ট ফুটবল স্টেডিয়াম’।
এ স্টেডিয়ামে এক সঙ্গে প্রায় পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবেন।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ব্যবসায়ী কবির জানান, তারা খেলা, ভোগ্যপণ্য এসব বিষয়ে কাজ করে থাকে। বাংলাদেশেও তাদের একটি শাখা রয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভবিষ্যতে এখানে বাংলাদেশ ও ব্রিটেনের তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে।’
জানা গেছে, গেল কয়েক বছর ধরে ফুটবল নিয়ে কাজ করছেন মোহাম্মদ কবির। ব্রিটেনে ‘সকার লীগ’ নামে তার একটি ফুটবল দলও আছে। এবার স্টেডিয়াম কিনে নিয়ে ফুটবলের সঙ্গে তিনি আরো বেশি সম্পৃক্ত হলেন।