ইসলামের সুশিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌছে দিতে জমিয়ত নেতা কর্মীদের এগিয়ে আসতে হবে
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৭, ৮:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ: জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের যুগ্ম মহাসচিব ও জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা জয়নাল আবেদীন বলেছেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম মুসলমানরা হচ্ছে শান্তিপ্রিয় জাতি। ইসলামে কখনও সন্ত্রাসের স্থান নেই। ইসলামের নামে যারা সন্ত্রাসী কর্মকান্ড চালায় তারা ইসলামের আদর্শ থেকে বিচ্যুত তারা সন্ত্রাসী। তারা প্রকৃত মুসলিম নয়। তাদের বিরুদ্ধে মুসলমানদের গণসচেতনতা তৈরী করতে হবে।
তিনি গত ১৪ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত হোটেলের হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স কমিটি গঠন এবং সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় বাংলাদেশ থেকে টেলিকন্ফারেন্সে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক সাংসদ জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। দলীয় সংগীত পরিবেশন করেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের পরিচালক, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।
ফ্রান্স জমিয়তের সমন্বয়ক হাফিজ সেলিম আহমদের সভাপতিত্বে ও হাফিজ ছহুল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন খলিলুর রহমান, মাওলানা মীম মিফতাহ, সাবেক ছাত্র জমিয়ত নেতা মাওলানা আতাউর রহমান। ফারুক আহমেদ, সাবেক ছাত্র নেতা মাওলানা হাবীবুর রহমান প্রমুখ। সম্মেলনে ফ্রান্সের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সভায় হাফিজ সেলিম আহমদকে সভাপতি হাফিজ ছহুল আহমদকে সেক্রেটারী এবং মীম মিফতাহকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখা ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি ইউরোপ জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন।
সভার শুরুতে প্রধান অতিথি মাওলানা জয়নাল আবেদীনকে ফুল দিয়ে বরণ করে নেন ফ্রান্স জমিয়তের সদস্যবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি হাফিজ সেলিম আহমদের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি