যুক্তরাজ্যে মির্জা সহিদপুর সমাজ কল্যাণ সমিতি ইউকে’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৭, ৮:২০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত মির্জা সহিদপুর সমাজ কল্যাণ সমিতি ইউকে’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মির্জা সহিদপুর মৌজার যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে সম্পূর্ণ অরাজনৈতিক সমাজ সেবা মূলক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে মির্জা সহিদপুর সমাজ কল্যাণ সমিতি ইউকে। মৌজার সামাজিক উন্নয়ন ও সুবিধা বঞ্চিত মানুষের দারিদ্র দূরীকরণের লক্ষ্যে গত ১ আগস্ট সংঘঠনটি গঠন করা হয়। যুক্তরাজ্যের বার্মিংহামের স্থানীয় একটি হোটেলে প্রবাসীদের সর্ব সম্মতিক্রমে এক মতবিনিময় সভায় মাহবুবুর রহমান চৌধুরী রুহেল-কে সভাপতি, বাবুল মিয়াকে সাধারণ সম্পাদক ও উমর রহমান চৌধুরী ছফা কে অর্থ-সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
পুর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন:
উপদেষ্টা পদে শওকত আহমেদ চৌধুরী(রসিক মিয়া), আব্দুস সালাম চৌধুরী (মিলু মিয়া), আহাদ মিয়া চৌধুরী, মুহিদ মিয়া, এ.কে. শামছুদ্দীন (বুলবুল), আব্দুল জব্বার (আব্দুল মালিক), আজিজুর রহমান চৌধুরী (আজিজুল)।
সভাপতি পদে মাহবুবুর রহমান চৌধুরী (রুহেল), সহ-সভাপতি পদে আবুল বশর (ছইল মিয়া), ছামিউন চৌধুরী, মুজাম্মিল খান। সাধারণ সম্পাদক পদে বাবুল মিয়া। সহ-সাধারণ সম্পাদক পদে আছাব উদ্দীন চৌধুরী নানু, আব্দুল আজিজ চৌ: (টুকু মিয়া), রফু আহমেদ চৌধুরী। অর্থ সম্পাদক পদে উমর রহমান চৌধুরী (ছফা মিয়া) সহ-অর্থ সম্পাদক পদে আবু বক্কর ছিদ্দিক(কওছর), আব্দুল কাইয়ুম চৌধুরী (মুসলিম), মতিউর রহমান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে বশর আলী সহ-সাংগঠনিক সম্পাদক পদে শামসুদ্দীন আহমেদ (জুয়েল), সাহেদ আহমেদ, ইউসুফ চৌধুরী। প্রচার সম্পাদক পদে মেরাজুর রহমান চৌধুরী (জুয়েল) সহ-প্রচার সম্পাদক পদে মইনুর রহমান চৌ:(মইন), ড. জালাল চৌধুরী (কয়েছ), রুহুল ইসলাম। কার্যকরী সদস্য পদে আব্দুল কালাম ছানু, সুমন আলী, জামাল আলী, আসকির মিয়া, আব্দুল আহাদ।