কভেন্ট্রী খেলাফত মজলিসের শুরা অধিবেশন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৭, ৯:২৫ অপরাহ্ণ
লন্ডন অফিস: গতকাল ৩১ জুলাই সোমবার মিডল্যান্ড খেলাফত মজলিসের কভেন্ট্রী শাখা শুরা অধিবেশনে পুনর্গঠন সম্পন্ন করা হয়। মাওলানা আনসার উদ্দিন কে সভাপতি ও মাওলানা ফেরদাউস আহমদকে সেক্রেটারী পূননির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বারমিংহাম এর সহ সভাপতি আলহাজ আব্দুল মালিক পারভেজ, সেক্রেটারী আ ফ ম শুয়াইব,মিডলেন্ড শাখার সেক্রেটারী সৈয়দ কবির আহমদ,ও হাফিজ হুসাইন আহমদ প্রমুখ।
স্থানীয় কভেন্ট্রীতে সৈয়দ কবির আহমদের বাসভবনে অনুষ্টিত বৈঠকে শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে সহ সভাপতি হিসেবে হাজী তাজর আলী,হাজী জালাল উদ্দীন,এ্যাকাউন্টেন্ট আ ফ ম মাসুদ, মোহাম্মদ মোস্তফা খাঁনকে মনোনিত করা হয়।
অন্যান্যদের মধ্যে সুহেল হাসান কে বায়তুলমাল,সেলিম আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। সভায় বক্তারা খেলাফত মজলিসের কার্যক্রম কে দেশে বিদেশে ব্যাপক ভাবে প্রচার ও দাওয়াতী মিশন কে এগিয়ে নেওয়ার আহবান জানান। -প্রেস বিজ্ঞপ্তি