সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান দেখতে গিয়ে গুলিবিদ্ধ ১
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৭, ৪:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে মহানগরের শিববাড়িতে ‘আতিয়া মহলের’ নিচতলার ফ্ল্যাটে জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিম। শনিবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে জঙ্গিদের ফ্ল্যাট লক্ষ্য করে এই অভিযান শুরু হয়। এসময় অভিযান দেখতে গিয়ে স্থানীয় এক অধিবাসী গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম শিবুল মালাকার। আতিয়া মহলের পাশের এক মন্দির থেকে গোলাগুলির ঘটনা উঁকি দিয়ে দেখতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযানে অংশ নেওয়া একাধিক প্যারা-কমান্ডো আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।