সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনে জমে উঠেছে নৌকা-সিংহের লড়াই
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৭, ১০:৪১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) উপ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্ত নৌকা প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব সিংহ প্রতীকে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জয়া সেনগুপ্তের সমর্থনে কেন্দ্রীয় যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ পৃথক পৃথক প্রচারণা করছেন। কৌশলগত কারণে বিএনপিসহ ২০ দলীয় জোট প্রার্থী না দিলেও মাঠে থাকা স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেনকে তারা সমর্থন দিয়ে বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দিরাই-শাল্লা নির্বাচনী এলাকার রাজনীতিতে সবসময়ই প্রভাব ছিল সুরঞ্জিত সেনগুপ্ত ও নাছির উদ্দিন চৌধুরীর। সকল নির্বাচনেই তারা নিজেদের প্রার্থীদের নিয়ে মর্যাদার লড়াইয়ে অবতীর্ণ হতেন। এক্ষেত্রে এই দুই নেতাকে ঘিরেই ভোটের অংক কষতেন সাধারণ ভোটাররা।
তবে এবারের উপ নির্বাচনে নাছির চৌধুরী’র দল বিএনপি কৌশলগত কারণে অংশ না নিলেও ভোটের ক্ষেত্রে বিএনপির ভোটারদের গুরুত্ব রয়েছে। এমন অবস্থায় স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব বিএনপি’র সমর্থন পেয়েছেন বলে অনেকেই মনে করছেন।
সরাসরি আওয়ামী লীগ করেননা এমন অনেকেই জয়া সেনগুপ্তকে সমর্থন করতে দেখা গেছে। তাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্ত বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে অনেকেই মনে করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্ত বলেন, দিরাই-শাল্লার মানুষ আমার স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমাকে সমর্থন দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী করেছেন। আমরা সবাই আশাবাদী- বিজয় আমাদের হবে।
অপরদিকে সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী কিছু আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা গেছে। আগামী ৩০ মার্চের নির্বাচনের পরই জানা যাবে, দিরাই-শাল্লার জনগন কাকে বেছে নিলেন নিজেদের প্রতিনিধি হিসেবে।