সিলেটে শুরু হয়েছে আওয়ামী লীগের বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ১২:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে জাতীয় সংগীত, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপটক পাঠের মধ্যদিয়ে সমাবেশের আনুষ্ঠানিক শুরু হয়।
সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সভাপরিচালনা করছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
এদিকে সম্মেলনে যোগ দিতে সকাল থেকে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ অভিমুখে নেতাকর্মীর ঢল নামছে।
সিলেট মহানগরী এবং বিভাগের ৪ জেলা এবং অন্যান্য উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা আসছেন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা শ্লোগান দিতে দিতে প্রবেশ করছেন সম্মেলনস্থলে।