এ বছরেই শুরু হবে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনের কাজ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধিঃ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন মরাগাঙ্গের পানির মতোন, কখনও জোয়ার আসবে না। আজ নয় কাল, কাল নয় পরশু আন্দোলন করে বলে বিএনপি ৮ বছর অতিক্রম করেছে। তাদের আন্দোলনে জনগণের কোনও সারা নেই।’
মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত হবিগঞ্জের অলিপুরে পথসভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
জনগণের ভোটে টিকতে পারবে না বলে বিএনপি এখন উগ্র জঙ্গিবাদীদের মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া বিএনপিসহ সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। আমরা কেন তাদেরকে অনুরোধ করবো? আপনারাই আপনাদের অধিকার বুঝে নেবেন’।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলের ভেতরে কোনও ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের মন জয় করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ করা হয়েছে। চলতি বছরের যেকোনও সময় চার লাইনের কাজ শুরু হয়ে যাবে।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি, সহ-সভাপতি আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, চুনারুঘাট আওয়ামী লীগের সভাপতি আকবর হোসনে জিত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদসহ আরও অনেকে।