অবশেষে ইলিয়াস আলীকে ভুলে গেলেন নব-নির্বাচিত ৩ চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৭, ৮:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তাঁর পত্নী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে ভুলে গেছেন ওসমানীনগর উপজেলার নব-নির্বাচিত ৩ চেয়ারম্যান। গতকাল শনিবার চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তারকে দেয়া সংবর্ধনায় অস্তিত্ব ছিলো না এম ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনার। এমনটাই অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। সংবর্ধনা সভায় বড় আকারের ব্যানারে নব-নির্বাচিত ৩ চেয়ারম্যানের ছবি থাকলেও নেই নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনার ছবি। বিএনপির একাধিক নেতা সুরমানিউজকে বলেন, উপজেলা নির্বাচনে এ তিন জনের বিজয়ের নায়ক ছিলেন ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনা।
ঐক্যবদ্ধভাবে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন ইলিয়াসপত্নী লুনা। তাঁর সাথে একজোট হয়ে মাঠে নামেন বিএনপির নেতাকর্মীরা। তাছাড়া এসেছে ইলিয়াস আলী নিখোঁজের ইস্যু। যার ফসল নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের এমন জয়জয়কার। কিন্তু এসব সহসাই ভুলে গিয়ে সংবর্ধিত হয়েছেন নব-নির্বাচিত এ তিন চেয়ারম্যান। গ্রামবাসীর উদ্যোগে ও গোলাম মোস্তফার সৌজন্যে এ সংবর্ধনা থাকলেও এর মূলে ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এজন্য সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম। তারা দাবি করেন সংবর্ধনায় মুষ্ঠিমেয় স্থানীয় কয়েকজন থাকলে সবাই বিএনপির নেতাকর্মী ও দলের অনুসারী। তাই আয়োজকরা চাইলে ব্যানারে ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনার ছবি দিতে পারতেন। তাছাড়া নব-নির্বাচিত চেয়ারম্যানরা ব্যানারে জয়ের ফ্যাক্টরদের ছবি না থাকায় তাৎক্ষনিক ছবি দেয়ার জন্য অনুরোধ করতে পারতেন।
এদিকে সংবর্ধনা সভায় উপস্থিত বিএনপির একাধিক নেতা সুরমানিউজকে জানান, গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা থাকায় ব্যানারে ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনার ছবি দেননি আয়োজকরা। এটাকে দলীয় কোনো অনুষ্ঠান কিংবা সংবর্ধনা সভা নয় উল্লেখ্য করে তারা বলেন, গ্রামবাসী কর্তৃক আয়োজিত সভায় চাইলে তো আমরা বিএনপিকে যুক্ত করতে পারি না।
তাজপুর ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমরান রব্বানী সুরমা নিউজকে বলেন, আমি অনুষ্ঠানে গিয়েছিলাম। তবে বেশিক্ষণ থাকিনি। ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনার ছবির ব্যাপারে তেমন কিছু জানি না। তবে ব্যানারে তাদের ছবি থাকা উচিৎ ছিলো বলে আমি মনে করি।
দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসটিএম ফখর উদ্দিন বলেন, সংবর্ধনা অনুষ্ঠানটি গ্রামবাসীর উদ্যোগে করা হয়েছে। দলীয় উদ্যোগে নয়।
নাম প্রকাশ না করার শর্তে তৃণমূলের এক নেতা সুরমানিউজকে জানান, অনুষ্ঠানে ইলিয়াস আলী ও তাহসিনা রুশদীর লুনার ছবি না থাকায় অনেকেই সভাস্থল ত্যাগ করেন। তাছাড়া এখানে সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের ছিলেন। সংবর্ধিত অতিথি থেকে শুরু করে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরাও ছিলেন বিএনপির। গ্রামবাসীর উদ্যোগে বলা হলেও কেন্দ্রবিন্দু ছিলেন স্থানীয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা চাইলে ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনার ছবি ব্যানারে নিয়ে আসতে পারতেন।
এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।