হুমায়ূন আহমেদের ‘দেবী’ নিয়ে চলচ্চিত্র, থাকছেন চঞ্চল, জয়া, ফারিয়া
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৭, ৭:৩৬ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দেবী। ‘ উপন্যাসের চরিত্র মিসির আলী হিওতে যাচ্ছেন পর্দায় চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে থাকছেন অভিনেত্রী জয়া আহসান। ছবিটি সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে কিন্তু এর সহপ্রযোজক হচ্ছেন জয়ার প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’। ছবির চিত্রনাট্য লিখছেন অনম বিশ্বাস। এছাড়াও ছবিতে অভিনয় করবেন শবনম ফারিয়া। ‘দেবী’তে জয়ার স্বামী আনিসের চরিত্রে অভিনয় করবেন পরিচালক অনিমেষ আইচ। অনিমেষ আইচ এর আগে ‘তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে’, ‘ফেরার পথ নেই থাকে না কোনোকালে’ টেলিফিল্মে জয়ার বিপরীতে অভিনয় করেছিলেন অনিমেষ আইচ। খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘দেবী’র চিত্রায়ন। সিনেমাটিতে মিসির আলী চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এছাড়াও ছবিতে দেখা যাবে ইরেশ যাকের। চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু ও শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।