সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৭, ১১:২০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মাহতাব উদ্দিন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লগপদূ মাহতাব ফেনীর ফুলগাজী উপজেলার গাবতলা এলাকার পাটোয়ারি বাড়ির ফয়েজ আহাম্মদের ছেলে।
মাহতাবের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে জেদ্দা শহরে টিউশনি শেষে বাসায় ফিরছিলেন মাহতাব। এসময় একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ এসে মাহতাবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।