ওসমানীনগরে আড়াই লক্ষ ভারতীয় বিড়িসহ একজন আটক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৭, ৪:৫১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে আড়াই লক্ষ ভারতীয় নাসির বিড়ি সহ তছির আলী (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাদীপুর ইউপির শেরপুর টোলপ্লাজা এলাকা থেকৈ তাকে আটক করে পুলিশ। এ
পুলিশ সূত্রে জনাযায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার সামনে ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ (ঢাকা মেট্টো-গ-১১-১১৭৩) প্রাইভেট কার তল্লাশী কালে নিষিদ্ধ আড়াই লক্ষ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে। এ সময় প্রাইভেট কারের চালক তছির আলীকে আটক ও কারটি জব্দ করে পুলিশ। এসময় বিড়ি ব্যবসায়ী তছির আলীকে আটক করলেও অজ্ঞাত আরো এক ব্যক্তি গাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওসমানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। পুলিশ জানিয়েছে জব্দকৃত মালামালের আনুমানিক মুল্য সাড়ে সাত লক্ষ টাকা।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।