আওয়ামীলীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৭, ২:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন ও যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজার উপর মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগের বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার সিলেটে মিছিলটি রেজিষ্টারি মাঠ থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় মিলিত হয়।
উক্ত সভায় বক্তারা বলেন, একটি কুচক্রি মহলের ইন্ধনে এই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে। অচিরেই সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষ দোষীব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি বক্তারা জোর দাবি জানান।
এ সময় পথ সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা আপ্তার হোসেন, শাহিন আহমদ, তোফায়েল আহমদ, সাজলু লস্কর, এম এ কাইয়ুম, কেদ্রীয় ছাত্রলীগের সদস্য শাহিনুর আহমদ শাহিন,মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ আবুল হাসনাত বুলবুল,জাহেদ কবির চৌধুরী,সাবেক আইন বিষয়ক সম্পাদক বিপ্লব কান্তি দাস, জেলা ছাত্রলীগের সাবেক গণ শিক্ষা সম্পাদক সুবিনয় মলিক,এন জেড সাফি,ইউ,পি সদন্য কামরান আহমদ,এনায়েত করিম খোকন, ফখরুল ইসলাম,নাজিম আহমদ,তুরন আহমদ,ডাঃ মাহবুব হোসেন,রাগীব রাবেয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ডাঃ নাহিদ আনোয়ার খান,ডাঃ সাদনান সাকিব সম্রাট,ফরহাদ আহমদ জীবন,আলমগীর কবির,রাসেল আহমদ, জেলা ছাত্রলীগের উপ আপ্যায়ন সম্পাদক মনিরুল হক পিনু, সদস্য আবু তাহের,মোশাহিদ খান,আব্দুল্লাহ আল মামুন, এড.সাহাব উদিন,সজল দাস,আনোয়ার হুসেন,ওসমান গনি, বাবলু আহমদ,দেলোয়ার হুসেন দিলাল,তাহমিদ আহমদ নাদেল,শামিম খান,বদরুল আমিন,রনি তালুকদার,জাহেদ হোসেন তালুকদার,রাজু আহমদ,ফরহাদ হোসেন,ফয়জুর রহমান ইয়াসিন,খালেদ আহমদ,আলমগীর হোসেন ফরহাদ,নসু ভৌমিক,জাকারিয়া মোহাম্মদ মাসুম,তায়েফ আহমদ,,সাদেক আহমদ,ময়না মিয়া,,জঙ্গিনুর আহমদ জীবান,,সাছুল জিদা মুন্না,ওয়াহিদুর রহমান ফাহিম,শাহ ফায়েদ,কল্লোল চৌঃ,লাহিন আহমদ,আবির,তুষার,নাইম আহমদ,ইমন, রিজভীর,আফজা হোসেন,ইনজামাম প্রমুখ।