‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস আট’-এর ট্রেইলারে নতুন চমক !
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৭, ১১:০১ অপরাহ্ণ
বিনোদন ডেস্কঃ প্রকাশিত হলো জনপ্রিয় সিনেমা ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস আট’-এর নতুন ট্রেইলার। ভিন ডিসেল ও ডোয়াইন জনসনের আনকোরা ও অভিনব স্টান্টদৃশ্যে মুগ্ধ দর্শক! ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস মানেই গতির ঝড়। এর ব্যতিক্রম নয় ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস’-এর অষ্টম কিস্তি ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস আট : দ্য ফেইট অফ দ্য ফিউরিয়াস’। আগের সিরিজগুলোর চেয়ে আরও বেশি স্টান্টদৃশ্যে ভরপুর হতে চলেছে এবারের পর্ব- অন্তত ট্রেইলার বলছে সে কথাই!
পূর্বে প্রকাশিত এই পর্বের টিজারে পরিবার থেকে বিছিন্ন হতে দেখা গেছে ছবির নায়ক ডমিনিক টরেটো’কে (ভিন ডিসেল)। ট্রেইলারে মিলবে সেই রহস্যের উত্তর। কোনো সম্মোহনী শক্তির প্রভাবে নয় বরং সচেতনভাবেই পরিবার থেকে আলাদা হয়েছেন টরেটো! কেন? সে প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আর কিছুদিন।
এবারের পর্বের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো স্টান্টদৃশ্যের নতুনত্ব। বরাবরের মতো কার রেইসিং-এর ক্ষিপ্র আর দুরন্ত গতির লড়াই তো আছেই সেই সঙ্গে যুক্ত হয়েছে সাবমেরিন ও টর্পেডো! ডোয়াইন জনসনের বয়স যেন দিন দিন কমে চলেছে। শত্রুপক্ষের দিকে ছুঁড়ে দেয়া টর্পেডোর দৃশ্যটি প্রমাণ করছে সে কথাই!
জমজমাট গতির লড়াই, পরিবার, বন্ধুত্ব আর সেই সঙ্গে দারুণ এক গল্প- ব্যাস আর কি চাই! ১২ এপ্রিল মুক্তি পেতে চলেছে ভিন ডিসেল, ডোয়াইন জনসন ও শার্লিজ থ্যারন অভিনীত ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নতুন এ ছবিটি।