সিলেটে যৌতুকের বলি কমলা কাতরাচ্ছেন ওসমানী হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৭, ৭:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে যৌতুকের জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। কমলা বেগম নামের এ গৃহবধু বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিলেটের গোয়াইনঘাট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
তবে শুক্রবার পর্যন্ত মামলা রেকর্ড হয়নি বলে জানিয়েছেন নির্যাতিতার স্বজনরা।
নির্যাতিতা কমলা বেগমের স্বজনরা জানিয়েছেন- গত বছরের ১৪ এপ্রিল গোয়াইনঘাটের কাকুনাখাইর হাওর গ্রামের মৃত আবদুল মুতালিবের পুত্র ফয়সল আহমদ ঘরে প্রথম স্ত্রী সন্তান থাকার বিষয়টি গোপণ রেখে নয়াখেল গ্রামের আবদুস সুবহানের কন্যা কমলা বেগম (২০)কে বিয়ে করে। পরে ঘরে প্রথম স্ত্রী থাকার বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
বিয়ের বছরখানেক যেতে না যেতেই কমলার উপর শুরু হয় স্বামীর অত্যাচার নির্যাতন। শুধু তাই নয়, দরিদ্র ঘরের কমলাকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ ফয়সল তার স্ত্রীর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে গরম ছ্যাকা দেওয়া সহ শারীরিকভাবে গুরুতর আহত করে। খবর পেয়ে কমলার আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ওসিসিতে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বর্তমানে কমলার হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে চিকিসাৎধীন।
এদিকে, ওসমানী হাসপাতালের ওসিসি থেকে গোয়াইনঘাট থানায় কমলার চিকিসা ও ঘটনার বর্ণনা দিয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। লিখিত এজাহার দাখিল করা হয়েছে ফয়সলের বিরুদ্ধে। তবে শুক্রবার পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে এখনো রেকর্ড হয়নি। গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানাগেছে তদন্তসাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন- মামলার এজাহার আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।