হবিগঞ্জে জামাতার হাতে শ্বশুর খুন, শ্বাশুড়িসহ আহত ৪
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:২০,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৭
সুরমা নিউজ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে গভীর রাতে জামাতার হাতে শ্বশুর খুন ও শ্বাশুড়ি, শ্যালিকা সহ ৪ জন গুরুতর আহত হয়েছে।
আশংকাজনক অবস্থায় আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।
থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে- প্রায় ৩ বছর আগে শায়েস্তাগঞ্জ থানার সোরাবই গ্রামের মস্তু মিয়ার ছেলে সাজু মিয়ার সঙ্গে বিয়ে হয় রতনপুর গ্রামের কামাল মিয়ার মেয়ে নুর জাহানের। বিয়ের পর থেকেই সাজু মিয়ার সঙ্গে নুর জাহানের বনিবনা হচ্ছিল না। মাঝে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। আবার পুনরায় সম্পর্ক জোড়া লাগে। শুক্রবার গভীর রাতে সাজু মিয়াসহ কয়েকজন সহযোগী রতনপুর গ্রামের তার শ্বশুড় বাড়িতে প্রবেশ করে এলোপাথাড়ি কুপিয়ে শ্বশুড় কামাল মিয়া কে আহত করে। এ সময় কামাল মিয়ার স্ত্রী সাহেরা খাতুন (৪৩), মেয়ে নুর জাহান (২৫), নেক জাহান(১৮) ও ভাগিনা স্বপন মিয়া (১৯) বাধা দিলে তাদের কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
তাদের চিৎকারে পাড়া প্রতিবেশী ছুটে আসলে সাজু মিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল মিয়া কে মৃত ঘোষনা করেন। বাকিদের অবস্থার অবনতি ঘটলে তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
থানার উপ- পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান- ঘটনাস্থলে থাকা আলামত সংগ্রহ করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান- এখন পর্যন্ত কেউ মামলা করেনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। সাজু মিয়া কে গ্রেফতারের চেষ্টা চলছে।