সুরঞ্জিত সেন গুপ্ত স্মরনে মিডলসেক্স যুবলীগের সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ৬:০৯ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ ভাটি বাংলার সিংহপুরুষ বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য সাবেকমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাবু সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছ স্মরন সভা করেছে মিডলসেক্স যুবলীগ।
সভায় বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের মানুষ হারিয়েছে তাদের প্রিয় সেন বাবুকে। তিনি বৃহত্তর সিলেটের মানুষের কারো দাদা, কারো কাকা, আর কারো কাছে মামা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন সৎ এবং যোগ্য রাজনীতিক দলমত নির্বিশেষে সকলেই একবাক্যে এটি স্বীকার করেছেন।
মিডলসেক্স যুবলীগ আয়োজিত শোক সভায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন। গেল ৯ ফেব্রুয়ারী মধ্যরাতে হ্যারোর কারীমহল রেষ্টুরেন্টে আয়োজিত শোক সভায় বক্তারা তার শুন্য আসনে সেন পরিবারের সদস্য তার সহধর্মীনি ড. জয়া সেন গুপ্তকে মনোনয়ন দেবার জন্যে প্রধান মন্ত্রীর প্রতি আহবান জানান। বক্তারা বলেন এদাবী শুধু আমাদের নয় তার নির্বাচনী এলাকা ভাটি বাংলার সর্বস্থরের মানুষের দাবী।
মিডলসেক্স যুবলীগের সভাপতি সাবেক কাউন্সিলার ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও আফজাল হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বাবু সুরঞ্জিত সেন গুপ্তের বর্ণাট্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিন নিয়ে আলোকপাত করেন ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারারর্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটি নেতা মিডলসেক্স যুবলীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস, যুক্তরাজ্য যুবলীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক আহাদ চৌধুরী নাজিম, হিথ্রো আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূরুল হাসনাত চৌধুরী (এনিছ), মিজানুর রহমান, আব্দুস সহিদ, শেখ আনহার আলী, সাইফুল ইসলাম, মিডলসেক্স যুবলীগের সহসভাপতি রসন আলী, মিডলসেক্স যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সংগঠক আব্দুর রব, শেখ ফরিদ, আব্দুল সুলতান, বদরুল আলম প্রমুখ। বাবু সুরঞ্জিত সেনের নামে রাজধানী ঢাকায় একটি স্থাপনার নাম করনের দাবী জানান বক্তারা।