অষ্ট্রিয়া বিএনপির প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৭, ৪:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেফতারী পরয়োয়ানা জারির প্রতিবাদে অষ্ট্রিয়া বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এক হল রুমে অনুষ্টিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, অষ্ট্রিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোঃ এপেলো। দলের সাধারণ সম্পাদক হানিফ ভুইঞা ও অষ্ট্রিয়া ছাত্রদলের সাবেক সভাপতি মাইদুল মিয়ার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মস্তফা, সহ সভাপতি হাজী মাহবুবুল ইসলাম, রেজাউর রহমান পলাশ, যুন্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন, আবুল কাসেম রাসেল,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হুসেন,সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, শান্ত খান রুবেল,মনির হুসেন,ধর্ম বিষয়ক সম্পাদক খান আজাদ হিমু,সাংস্কৃতিক সম্পাদক কামাল হুসেন,যুব দলের সভাপতি শাহিন ভুইঞা, সাধারণ সম্পাদক দুলাল,যুবনেতা তাকি নাজিব,অষ্ট্রিয়া ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌ,সহ সভাপতি জামাল উদ্দিন,ছাত্রদল নেতা শওকত সুমন,সারোয়ার হুসেন,বুলবুল আহমেদ, আরেফিন রানা,টুটুল,সুহেল রানা,সাগর হুসেন সহ আরো অনেকে। বক্তারা এই গ্রেফতারী পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। সেই সাথে বিরোধীদলীয় নেতাকর্মীর উপর সরকারী বিভিন্ন বাহিনীর নির্যাতনের চিত্র তুলে কঠোর সমালোচনা করেন। তারা আরো উল্লেখ করেন আওয়ামীলীগ বিনা ভোটে ক্ষমতায় এসে দেশের মানুষের ভোটের অধিকার হরন করে এখন বাক স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করেছে। এই গ্রেফতারী পরোয়ানা জারি তারই বহিঃপ্রকাশ। দেশের সার্বিক উন্নয়ন এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।