বার্মিংহামে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গণসংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৭, ২:১৬ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ বার্মিংহামে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে সার্বজনীন গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার ২৫ জানুয়ারী স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বার্মিংহামের একটি অভিজাত সেন্টারে সহস্রাধিক প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে শিক্ষামন্ত্রীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো নাহিদ যুক্তরাজ্য সফর করেন।
নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক মো: আজির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাবেক সভাপতি সামস উদ্দিন খান, সহ-সভাপতি জালাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, আনোয়ারুজজামান চৌধুরী, কোষাধ্যক্ষ আশেক আহমদ আশুক, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বার্মিংহাম আওয়ামী লীগ সভাপতি কবির উদ্দিন, ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগ সভাপতি আসাদুজজামান, ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান, বেলাল বদরুল, গিয়াস উদ্দিন ও কামরুল ইসলাম প্রমূখ। সভা পরিচালনা করেন নাগরিক সংবর্ধনা কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম বেলাল, যুগ্ম সচিব এনামুল হক খান নেপা। শিক্ষামন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, বালাগঞ্জ, ওসমানীনগর গরীব কল্যান ট্রাস্টের সভাপতি সুরমা নিউজের উপদেষ্টা মো আব্দুল ওদুদ, উপদেষ্টা এমরান আলী সহ অন্যান্যরা।
সভার শুরুতে দু’উপজেলার প্রয়াত কমিউনিটি নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এদিকে গণসংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।