তাজপুর কলেজ সরকারীকরনের দাবীতে দেশ-বিদেশে আন্দোলন
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৭, ৩:৩২ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ তাজপুর ডিগ্রি কলেজ সরকারীকরণের দাবীতে দেশ বিদেশে আন্দোলন করছেন কলেজের সাবেক ছাত্র শিক্ষক অভিভাবক ও এলাকাবাসী। দেশে ধারাবাহিকভাবে স্মারকলিপি প্রদান, হরতাল,অবরোধ সহ নানা কর্মসুচী পালন করেছেন দাবী আদায়ের লক্ষ্য। সদ্য যুক্তরাজ্য সফরে আসেন শিক্ষামন্ত্রী সিলেটের কৃতি সন্তান নুরুল ইসলাম নাহিদ। গতকাল একটি অনুষ্টানে কলেজ সরকারীকরণের দাবীতে প্রবাসে অবস্থানরত তাজপুর কলেজের সাবেক ছাত্র ও রাজনৈতিক নেতৃবৃন্ধ তার হাতে স্মারকলিপি তুলে দেন। তারা আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী তাদের দাবী পুরনে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, লন্ডন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আনহার মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অরুনোদয় পাল ঝলক, যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক কওছর আহমেদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সহসভাপতি ইনামুল হক, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা নেফুর মিয়া, যুবলীগ নেতা কবির আহমেদ ও মেহের উদ্দিন শিকদার প্রমুখ।