বালাগঞ্জে জিরো আকলাছ আলী !
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৮:০৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি: একটি ভোটও তাকে কেউ দেয়নি। জেলা পরিষদ নির্বাচনে এক তিক্ত অভিজ্ঞতাই হলো বালাগঞ্জের সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করা আকলাছ আলীর।অথচ ভোটের মাঠে তিনি অভিজ্ঞই ছিলেন। বালাগঞ্জের জালালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাজী শাহ মোঃ আকলাছ আলী।
কোন ভোট না পেয়েও উপজেলা জুড়ে আজ তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত একটি মাস উপজেলার মাঠেঘাটে বিরামহীন খেটেও কারো মন গলাতে পারেননি তিনি।
সিলেট জেলা পরিষদ নির্বাচনী এলাকার বালাগঞ্জ ৭নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী দক্ষিন সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সাবেক এই ইউপি সদস্য ঘুড়ি প্রতিকে কোনো ভোট পাননি। গতকাল অনুষ্টিত জেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গননা শেষে দেখা যায় সাধারন সদস্য প্রার্থী হাজী শাহ্ মো: আকলাছ আলীর ব্যালটে কোন সিলই পড়েনি। এই ওয়ার্ডে মোট ৯৪ জন ভোটার ছিলেন।