তিন দিনেই ১০৬ কোটি টাকার ব্যবসা করলো আমির খানের ‘দঙ্গল’
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৬, ৬:০৮ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্কঃ ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল দঙ্গল। তিন দিনে ১০৬ কোটি টাকার ব্যবসা করল মনীশ তিওয়ারি পরিচালিত এইছবিটি। মুক্তির দিনেই প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। গতকাল রবিবার, বড়দিনে সেই ব্যবসার অঙ্ক বেড়ে হলো ৪২ কোটি। সব মিলিয়ে তিন দিনে ১০৬ কোটি টাকার কিছু বেশি।
হিন্দিসহ তামিল ও তেলুগু ভাষাতেও এই ছবিটি মুক্তি পেয়েছে। টাকার অঙ্কের মধ্যে সেই দুই ভাষার ছবির লাভের টাকাও যোগ করা আছে। এটাই প্রথম নয়, গজনি থেকে এই নিয়ে টানা পাঁচটি আমিরের ছবি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। তবে প্রথম তিন দিনেই এই বিপুল সাফল্য আশা করেননি আমির নিজেও। আগেই তিনি বলেছিলেন, ছবির মুক্তি বেশ কিছুদিন আগে থেকেই চিন্তায় ঘুম আসছে না তাঁর। ইতিমধ্যে উত্তর প্রদেশ ও হরিয়ানায় ‘দঙ্গল’ ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া কুস্তিকে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম হিসেবে তুলে ধরতে এই বছর প্রো কুস্তি লিগের শুরুতেও দঙ্গল দেখানোর কথা বলেছেন আয়োজকরা। সব মিলিয়ে, ২০১৬ সালের শেষটা মনে থেকে গেল আমির খানের, দঙ্গলের সাফল্যের জন্য।