সাসেক্স আওয়ামীলীগের ৪৫তম মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৬, ৭:৪৪ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ৪৫তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্রাইটনের পাভেল রেষ্টুরেন্টে সাসেক্স আওয়ামী এক আলোচনা সভার আয়োজন করে । সাধারন সম্পাদক সালাম বকস এর পরিচালনায় ও তাজপুর কলেজের সাবেক ভিপি, সাসেক্স যুবলীগের সভাপতি সাহেদ আহমদ মুছার সভাপতিত্বে। ,সাসেক্স যুবলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বিপ্লব-এর কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযাদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাসেক্স আওয়ামী লীগের সভাপতি জনাব ইমামুজ্জামান মহী। প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন সাসেক্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব শাহ মুইজুর রহমান শামীম,
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাসেক্স আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ ফরিদ আলী ,গৌছ চৌধুরী, সাসেক্স আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ , সাসেক্স আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল আলিম , মিজানুর রহমান পাটওয়ারী, , সাংগঠনিক সম্পাদক সানাওয়ার আলী, কোষাধ্যক্ষ ছুরত আলী ,আফরোজ উল্লাহ,সাসেক্স যুবলীগ সহ সভাপতি , হামিদ মিয়া । গ্রেটার সাসেক্স যুবলীগের , সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রয়েল
সভায় বর্তমান বাংলাদেশ সরকারের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার ও পদ্মা সেতুর নির্মান কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় ।