নবীগঞ্জে বিয়ের বরযাত্রীর গাড়ী থামিয়ে হিজরাদের চাঁদাদাবী : দীর্ঘ যানজটের সৃষ্টি
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৬, ৭:৫৩ অপরাহ্ণ
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা জুড়ে হিজরাদের তান্ডবে সাধারন মানুষ অতিষ্ট হয়ে উঠেছেন। নতুন কৌশলে তারা চাঁদাবাজি করে সাধারন মানুষদের কাছ থেকেআদায় করে নিচ্ছে লক্ষাধিক টাকা এ কারনে সাধারন মানুষ হিজরাদের প্রতি তীব্র ক্ষোভ জানিয়েছেন।
সরজমিনে দেখা যায় বুধবার দুপুরে শহরের নতুন বাজার মোড়ে ৪-৫ জনের হিজরার একটি দল অবস্থান নেয় কিছুক্ষণ পরেই বিয়ের বেশ কয়েকটি গাড়ি ওসমানী রোডে প্রবেশ করার মুখেই গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় পরে তাদের কাছে তিন হাজার টাকা দাবি করে টাকা না দেওয়ায় গাড়ির সামনে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকে এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হয় ফলে রাস্তার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এই রকম চিত্র প্রায় সময়ই দেখা যায় । নবীগঞ্জ শহরে প্রতিদিনই একটি সংঘবদ্ধ হিজরা দল এই রকম বিয়ের বরযাত্রী গাড়ী দেখলেই গাড়ীর সামনে দাড়িয়ে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। অন্যদিকে অনেকেই অসহায় হয়ে হিজরাদের কথা মত টাকা দিতে বাধ্য হন বরসহ । আবার কেউ কেউ তাদের অশ্লীল কথাবার্তায় বিব্রতবোধ করেন। হিজড়াদের এই এধরনের চাদাবাজি বন্ধ করা না হলে শহরে আরও বেশী চাঁদাবাজি হবে বলে ধারনা করছে সুশীল সমাজ। এ ব্যপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগী লোকজন ।