বিজয় দিবসে কাতালোনিয়া বিএনপির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৬, ১১:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ মহান বিজয় দিবস-২০১৬ইং উপলক্ষে কাতালোনিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর রাতে কাতালোনিয়ার স্থানীয় একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম (শফি)-এর সভাপতিত্বে ও মামুনুর রহমান (মামুন) এর পরিচালায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী, সান্তাকমা বিএনপির সভাপতি হাবীব উল্লাহ আনিছ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, সহ-সাংগঠনিক নিজাম উদ্দিন, কাতালোনিয়া বিএনপির প্রচার সম্পাদক এম.লায়েবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাছ মিয়া, সাধারণ সম্পাদক এআর লিটু, সাংগঠনিক সম্পাদক আলমগীর তাজ। সভায় বক্তারা বলেন, পাকিস্তানী হানাদারদের কাছ থেকে বাংলার মানুষ মুক্ত হলেও তথাকথিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নামধারী আওয়ামী লীগের হাত থেকে আজও বাংলার মানুষ মুক্ত হয়নি। ৪৫তম বিজয় দিবসে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে, আর তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস, বিজয় দিবসের আসল ইতিহাস তুলে ধরতে হবে। সভায় বক্তারা আরও বলেন, আজকের এই মহান দিনে আমরা পরম শ্রদ্ধার সাথে স্বরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমরা স্বরণ করছি পাকিস্তানী হানাদারদের হাত থেকে বিজয় ছিনিয়ে আনতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়া ৩০ লক্ষ বীরসেনাদের। স্বরণ করছি ইজ্জত হারানো দুই লক্ষ মা-বোনদেরকে। যাদের আত্মত্যাগের বিনিময়েই আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা, আমরা সেই সকল শহীদ ভাইদের আতœার মাগফিরাত কামনা করছি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোশন আলী, সামছুল ইসলাম, মজিদ মিয়া, ফাহিম আহমদ, আঙ্গুর মিয়া, রিপন আহমদ, শফিকুর রহমান, আলী আহমদ, খোরশেদ আলম (রবিন) প্রমুখ।-প্রেসবিজ্ঞপ্তি।