২ ঘন্টা জেলা প্রশাসকের কার্যালয় অবরোধ করেছে তাজপুর কলেজের ছাত্র-শিক্ষকরা
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৬, ৩:১০ অপরাহ্ণ
সুরমা নিউজঃ কলেজ জাতীয়করণের দাবিতে ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষকরা সিলেটে জেলা প্রশাসক কার্যালয় দুই ঘন্টা অবরোধ ও সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে । পরে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সোমবর দুপুর ১টায় আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় অবরোধ করে। পরে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনু মিয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. খসরুজ্জামান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক প্রাণকান্ত দাস ও ইংরেজি বিভাগের প্রভাষক আবুল খায়ের।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে কলেজকে জাতীয়করণ করার প্রক্রিয়া শুরু হলে তাজপুর ডিগ্রি কলেজ তাতে আশান্বিত হয়। কারণ হিসেবে ছিল এ কলেজটি উপজেলার মধ্যে সবচেয়ে পুরাতন। তারপরও এ কলেজকে বাদ দিয়ে মন্ত্রণালয় গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয়। যা কোনোভাবেই মেনে নেয়া সম্ভব নয়।
এসময় বক্তারা তাদের দাবি মেনে নেয়া না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন। সমাবেশে ‘এক দফা এক দাবি, তাজপুর কলেজ সরকারি’- এমন দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কলেজের শিক্ষার্থীরা। শেষে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী বরাবরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেন।