মহান বিজয় দিবসে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৬, ৬:০২ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ যুক্তরাজ্য বিএনপি ৪৫তম মহান বিজয় দিবসে লন্ডনে একটি অভিজাত হোটেলে আলোচনা সভার আয়োজন করে ৷ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারন সম্পাদক কয়সর এম আহমেদের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে শহীদ জিয়ার নামে বিভিন্ন শ্লোগানে সভাস্থল ছিল মুখরিত ৷ এদিকে দলীয় নিয়ম ভঙ্গের অপরাধে সভাপতি নাসির আহমদ শাহিন কে যুক্তরাজ্য বিএনপি অব্যাহতি দিলে সিনিয়র সহ সভাপতি মিছবাহ বিএস চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির আনুষ্টানিক দায়িত্ব দেওয়া হয় ৷
আলোচনা সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দেখতে দেখতে মহান মুক্তি যুদ্বের বিজয়ের ৪৫ টি বছর পেরিয়ে গেলো তবু ও স্বাধীন দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারেনি । তারা বলেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার নিয়ে রাজনীতি করলে এর পরিনাম শুভ হবে না ৷
আলোচনা সভার শেষে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে লন্ডনের আলতাব আলী পার্কে মহান মুক্তিযুদ্ধাদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয় ৷ উক্ত আলোচনা সভা এবং শহীদ মিনারে যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের নেতা কর্মীর সরব উপস্থিতি ছিল ৷ যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি মিছবাহ বিএস চৌধুরী এবং সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেনের নেতৃত্বে লন্ডনের আলতাব আলী পার্কে স্বাধীনতার ৪৫তম বর্ষপূর্তিতে প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধাদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ৷ নেতা কর্মীর মধ্য উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম শরিফ,তুরন মিয়া,জিয়াউল ইসলাম দিপু,ডালিয়া লাকুরিয়া,কামাল মিয়া,ফিরোজ আলম,সোহেল আহমেদ,আজিম উদ্দিন,অলিউর রহমান ফাহিম,ফয়জুর রহমান শ্যামল,নুরুল আমিন আকমল,খাইরুল হাসান,শেখ ছাদেক,জুল আফরোজ,রাসেল শাহরিয়ার,আবু সাইয়্যিদ চৌঃ শাকিল,জাহিদুর রহমান, জামিল আহমেদ,জায়েদ মানিক,শাহ মোঃ ইব্রাহীম,আজির উদ্দিন,আকলুছ আলি,লাকি আহমেদ,মির্জা জহিরুল,মাসুক মিয়া,বিপ্লব আহমেদ,জাহাংগীর আহমেদ,ইমরান আহমেদ,মশিউর রহমান রাজা,লিয়াকত আলি,জামির আহমেদ বশির,দিপক রায় প্রমূখ ৷