লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৪৫তম বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৬, ১২:৩০ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার, ১৬ই ডিসেম্বর সকাল ১০:০০ ঘটিকায় হাইকমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন। জাতীয় পতাকা উত্তোলনের পর হ্ইাকমিশন ভবনের হল রুমে দিবসটির তাৎপর্যের উপর অনুষ্ঠিত হয় এক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনার শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে অবস্থানরত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব সুরঞ্জিত সেন গুপ্ত। তিঁনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা কারো দয়ায় আসেনি, রক্তের বিনিময়ে এসেছে আমাদের এই স্বাধীনতা। আন্তজাতিক ক্ষেত্রে যুদ্ধকালীন সময়ে কূটনৈতিক সাফল্যের কারনে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে খুব অল্প সময়ে।
হাইকমিশনার তাঁর বক্তব্যের শুরুতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে শহীদ হয়েছেন, সেই সকল শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে বসবাসরত বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত বাঙ্গালীদের অনন্য ভূমিকার কথা ্উল্লেখ করেন। তিঁনি আরো বলেন, দেশ আজ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আর এই উন্নয়ন অগ্রগতিতে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার জন্য আহবান জানান।
হাইকমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের এই আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান শরীফ, সাধারন সম্পাদক জনাব সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারন সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, জনাব খালেদা কুরাইশী, সভানেত্রী, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ, ব্রেন্ট কাউন্সিলের মেয়র কাউন্সিলর জনাব পারভেজ আহমেদ, যুক্তরাজ্য বাংলাদেশ কমান্ডার পরিষদের কমান্ডার জনাব শাহ এনামুল হক, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কায়সার সাইদ এবং ডাঃ আলাউদ্দিন আহমেদ।
পরিশেষে, উপস্থিত সবাইকে নিজে কেক কেটে মহান বিজয় দিবসের আনন্দ উদযাপন করা হয়। এরপর কন্ঠশিল্পী সাদিয়া আফরোজের কন্ঠে ‘‘শোন একটি মুজিবরের থেকে…“গান দিয়ে অনুষ্ঠান শেষ হয়।