র্যাবের হাতে ছাত্রদল নেতা নাচন গ্রেফতার : থানায় প্রেরণ, বিভিন্ন নেতৃবৃন্দের নিন্দা
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৬, ১১:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার দুপুর ১টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। র্যাব-৯ এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) সুজন এ তথ্য জানান। আটক ছাত্রনেতা রেজাউলের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি। র্যাবের হাতে গ্রেফতার হওয়া নাচনকে রাতে সিলেট কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়।
নাচনের মুক্তির দাবী জানিয়েছেন ডা. শাহরিয়ার
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে মুক্তির দাবী জানিয়েছেন সাবেক মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় থেকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে বিরোধী দলের কন্ঠকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন। এর অংশ হিসেবে রোববার ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে মিথ্যা মামলা দেখিয়ে গ্রেফতার করেছে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বতর্মান সরকার জানেনা গণতন্ত্রকামী সৈনিকদের এভাবে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখা যায় না। তিনি তাঁর সংবাদ বিজ্ঞপ্তিতে অনতি বিলম্বে ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনের মুক্তির দাবী জানান।
জেলা ও মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে ছাত্রনেতা নাচন সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
রবিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- অবৈধ বাকশালী সরকার শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে জুলুম-নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবে না। অবিলম্বে ছাত্রনেতা রেজাউল করিম নাচন সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
মিফতাহ্ সিদ্দিকি’র নিন্দা ও মুক্তির দাবী
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মুক্তির দাবী জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকি। রোববার সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের অগ্র সৈনিক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে হয়রানি মূলক মিথ্যা মামলায় অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁকে গ্রেফতার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। গণতান্ত্রিক একটি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিচয়ে সাদা পোশাকধারিরা এভাবে বেইআইনী ভাবে কাউকে আটক করা প্রতিহিংসার রাজনীতির বহি:প্রকাশ । প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন, অবিলম্বে রেজাউল করিম নাচনকে মুক্তি দেয়া না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি ও অঙ্গ সংগঠন।