অপরাধী
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৬, ৭:৫৪ অপরাহ্ণ
জন্মগত ভাবে কেউ অপরাধী নয়
বিভিন্ন অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতিতে হয়।
অপরাধীর জন্মে দোষ নয় কর্মে
অপরাধী রয়েছে সব ধর্মে।
জেনে শুনে অপরাধ জগতে প্রবেশ করা পাপ
কখনো পাবেনা বিধাতার কাছে অপরাধী মাফ।
যারা করে অপরাধ আর অন্যায়
তারা এ দুনিয়া ও আখেরাতে খুব অসহায়।
মানব জীবন কাদা-মাটি দিয়ে তৈরী
অপরাধী হয়ে জীবনকে করোনা বৈরী।
অপরাধী জীবনের ঘুর্ণায়মান চাকা যখন হবে স্তব্ধ
তখন সর্বস্থর থাকবে তোমার উপর ক্ষুব্ধ।
অপরাধ কর্মকে বিতারিত করে
বেঁচে থাকবো সবাই সততার হাত ধরে।