লিবিয়ায় মুক্তিপণের দাবিতে ১৩ জন বাংলাদেশীকে অপহরণ
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৬, ৬:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
লিবিয়ায় মুক্তিপণের দাবিতে ১৩ জন বাংলাদেশীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহরণের পর ১২’শ ডলার (সাড়ে ৮ হাজার দিনার) নিয়ে ১ জনকে মুক্তি দিলেও এখনও ১২ জন বাংলাদেশী রয়েছে সন্ত্রাসীদের কবজায়। এ ঘটনার পর কোম্পানীর অন্যান্য বাংলাদেশীরা ভয়ে কাজ বন্ধ করে দিয়েও আতঙ্কে দিন কাটাচ্ছে। কোম্পানী থেকে অপহৃত বাংলাদেশীদের ছাড়িয়ে নিতে ইতিমধ্যেই ঐ সন্ত্রাসীদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। লিবিয়ার ত্রিপলী গ্যারগ্যারেস নামক স্থানে লিবিয়ানা ক্লিনার কোম্পানীতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, লিবিয়ার ক্লিনার কোম্পানীতে (শরিকা নাদাপা) কর্মরত বাংলাদেশী আহাম্মদ আলী, আশরাফ হোসেন, জামাল, খলিল, রাশেদ, জুয়েল, হাফিজ, জামান, মঈন, তুহিন, জিয়ারত, আনোয়ার, জুয়েলসহ ১৩ জন বাংলাদেশী গত বুধবার পাশের একটি পানির কোম্পানীতে কাজ শেষে দুপুর ৩ টার দিকে কোম্পানীর একটি গাড়িতে করে বাসায় ফিরছিলো। পথে পুলিশের পোশাক পড়া ৪/৫ জনের সশস্ত্র সন্ত্রাসী দল তাদের গতিরোধ করে ১৩ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। একটি গোডাউনে নিয়ে তাদের কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় হাফিজের কাছে থাকা ৭’শ ডলার ও আহাম্মদের কাছে থাকা ১২’শ ডলার ছিনিয়ে নিয়ে শুধু আহাম্মদকে ১ দিন পর শুক্রবার দুপুরে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
কোম্পানীর অন্যান্য শ্রমিকরা জানান, ঘটনার দিন তারা কাজে গেলেও আহাম্মদ আর হাফিজ আগামী সপ্তাহে দেশে ফিরে যাওয়ার প্রস্ততি নেয়ার জন্য দোকান থেকে ডলার করে ঐ শ্রমিকদের সাথে বাসায় ফিরছিলো। পথে তারা অপহরণের শিকার হয়েছে। আহাম্মদের কাছে থাকা ১২’শ ডলার এবং হাফিজের কাছে থাকা ৭’শ ডলার ছিনিয়ে নিয়ে শুধু আহাম্মদকে গত শুক্রবার দুপুরে ছেড়ে দিয়ে বাকি ১২ জনের জন্য ২৪ হাজার দিনার মুক্তিপণ দাবি করেছে সন্ত্রসীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোম্পানী থেকেই অপহৃত বাংলাদেশীদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে। এছাড়া অপহৃতের পরিবার-স্বজনরা দুঃশ্চিন্তা করতে পারে সে জন্য অপহৃত বাংলাদেশীদের ঠিকানা প্রকাশ না করার জন্য কোম্পানীর অন্যান্য শ্রমিকরা অনুরোধ জানিয়েছেন।