লন্ডনে শোক সভা : আখতার হোসেন ছানু ছিলেন একজন প্রচারবিমুখ সমাজকর্মী
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০১৬, ২:১৫ অপরাহ্ণ
লন্ডন অফিস:
অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মিয়া আখতার হোসেন ছানু ছিলেন একজন প্রচারবিমুখ সমাজকর্মী। নীরবে নিভৃত্বে সমাজের কল্যাণে কাজ করে গেছেন। শুধু একজন ক্রীড়া সংগঠক বা দেশীয় সংস্কৃতির পৃষ্ঠপোষকই ছিলেন না বৃটেনে বর্ণবাদবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারকে তরান্বিত করতে কাজ করে গেছেন। তিনি শাপলা ইয়ূথ ফোর্স গঠনের মধ্য দিয়ে বৃটেনে মৌলবাদীদের প্রতিরোধে এগিয়ে আসেন।
বৃহস্পতিবার বিকেলে ইস্ট লন্ডনের পলনার স্ট্রিটের বার্নার সেন্টারে ঘাতক-দালাল নির্মুল কমিটি আয়োজিত যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মিয়া আখতার হোসেন ছানুর শোক সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, তিনি(আখতার হোসেন ছানু) কোনদিন পদ-পদবীর ধার ধারেননি কাজের মধ্যদিয়ে তা প্রমাণ করে গেছেন।
ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লার সভাপতিত্বে ও যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির সেক্রেটারি সাংবাদিক সৈয়দ আনাছ পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
উল্লেখ্য আখতার হোসেন ছানু ঢাকার শান্তিনগরস্থ তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। মরহুম মিয়া আখতার হোসেন সানু ৮০ দশকে যুক্তরাজ্য শাপলা ইয়ুথ্ ফোর্সের নেতৃত্বে থেকে যুক্তরাজ্যব্যাপী যুবকদের সংগঠিত করেন। প্রবাসী বাঙ্গালীদের বিভিন্ন দাবী-দাবা অধিকার আদায়ের আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।