মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : শফিকুর রহমান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৬, ২:৫৯ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে ৭ ই ডিসেম্বর মুক্ত দিবসে সিলেট ২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাধারন মানুষের ভাগ্যপরিবর্তনের লক্ষে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধের স্মৃতি চিহ্ন সহ মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি ৭ ডিসেম্বর বালাগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিকাল ৪টা আদিত্যপুর গনকবরে শহীদেরর স্মরনে ফুল দিয়ে শ্রদ্বাঞ্জলি নিবেদন করেন। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোয়ানজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়ার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পশ্চিম গৌরিপুরের ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃপেষ শুক্লবৈদ্য, বালাগঞ্জ আওয়ামীলীগ নেতা আনছার মিয়া, আব্দুস শহিদ চৌধুরী বাছা, সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী এডভোকেট জুয়েল আহমদ, জেলা যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম কবির, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও পল্লী বিদ্যুৎ সমিতি বালাগঞ্জ এলাকার পরিচালক পদে প্রার্থী মাহমুদ হোসেন মাছুম, সিলেট জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, সুব্রত দেব, শিপন সেন, সামসুল আলম মিলন,বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা শাহ আলম সজীব, অশোক দেব, নয়ন তালুকদার, পাপ্পু বহ্নি, দেবব্রত দে শিমুল, লিটন দে, ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ, গিলমান তালুকদার, মাছুম রনি, জিহাদ প্রমুখ। এর আগে তিনি বালাগঞ্জের ব্যবসায়ি আওয়ামীলীগ নেতা ফরিদ মিয়ার জানাজায় অংশ নেন এবং বালাগঞ্জ ছাত্রযুব ঐক্যপরিষদের সাধারন সম্পাদক অমল দাস আপনের বৌভাতে যোগ দেন।