হবিগঞ্জে ১শ’ টাকার জন্য শিশুকে নির্মম নির্যাতন
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৬, ৯:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাত্র ১শ’ টাকার জন্য শিশু আশিক মিয়াকে (১১) বেঁধে নির্যাতন করা হয়েছে। শিশু আশিক উপজেলার ছয়শ্রী গ্রামের মানিক মিয়ার ছেলে। সোমবার দুপুর উপজেলার ছয়শ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- আশিক মিয়া (১১) আলহাজ্ব আব্দুল হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। সে ছয়শ্রী গ্রামের লেবাস উল্লার পুত্র সোহেল মিয়ার (৩০) কাছ থেকে ১০০ টাকা ধার নিয়েছিল। ২০ টাকা করে কিস্তির মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও শিশু আশিক মিয়া দুই কিস্তি দিয়ে আর টাকা দেয়নি।
পরে সোহেল মিয়া তার পাওনা টাকার দেওয়ার জন্য আশিক মিয়াকে ঘরের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করে। খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার সফিকুর রহমান সাপু তাকে উদ্ধার করেন এবং বিষয়টি মুরুব্বিদের অবগত করেন।
ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি অমানবিক ঘটনা। আইনের মাধ্যমে অপরাধীর শাস্তি হওয়া উচিত।
তবে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নিমলেন্দু চক্রবর্তী এ ধরনের ঘটনার কোনো অভিযোগ পাননি বলে জানান।