জগন্নাথপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৬, ১০:২৫ অপরাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই আলুকালি নদীতে মর্মান্তিক নৌকা ডুবির ঘটনায় এক স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার ৯ ঘন্টা পর শনিবার সন্ধ্যা ৬ ঘঠিকার সময় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর ফায়ার সার্ভিস’র এসও অখিল কুমার খবর’র সত্যতা নিশ্চিত করে বলেন, দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ধ্যা ৬ টার দিকে নদীর মধ্যস্থান থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজারের নিকটবর্তী আলুকালি খেয়াঘাট থেকে সকাল ৯টার দিকে স্থানীয় স্কুলে স্কুলে যাওয়ার পথে ৩০/৪০ শিক্ষার্থী খেয়া নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় হঠাৎ বুঝাইকৃত নৌকাটি নদীর মাঝ পথে ডুবে যায়। এ ঘটনায় দাওরাই গ্রামে শাহ আলতা মিয়ার মেয়ে শাহ সুমি বেগম নিখোঁজ হন। সে ষড়পল্লী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্রী। খবর পেয়ে পুলিশ, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিলেট থেকে আসা একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। নিখোঁজের ৯ ঘন্টা পর সুমির মৃত দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।