হাঙ্গেরিতে শেখ হাসিনাকে প্রতিরোধে বেলজিয়াম বিএনপি
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
আন্তর্জাতিক পানি সম্মেলন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শেখ হাসিনার অংশগ্রহনের প্রতিবাদে বেলজিয়াম বিএনপি হাঙ্গেরিতে কনফারেন্স হলের সামনে কালো পতাকা প্রদর্শন করে। নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার ফেস্টুন প্রদর্শন করে তাকে ধিক্কার জানান। বিক্ষোভে বেলজিয়াম বিএনপির সাবেক সহভাপতি আহমেদ সাজা মিয়া ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দেন।
বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি আলী জাহাঙ্গীর সৈয়দ মাহমুদ আক্কাছ হাসান রাকিব প্রধান ভিপি মোয়াজ্জেম হোসেন মাসুদ রানা শাহিন আহমদ।
বিক্ষোভ সমাবেশে বেলজিয়াম বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক পানি সম্মেলন অংশগ্রহনের নামে দেশের সাধারণ জনগনকে অশান্তিতে রেখে দেশের টাকা অপচয় করে নিয়মিত ভ্রমন করছে দেশেদেশে। শেখ হাসিনার অবৈধ সরকারের দু:শাসন ও মানবাধিকার লংঘনের ঘটনা এখন বিশ্বে সুপরিচিত। অথচ নির্লজ্জের মতো যে ইউরোপ আমেরিকা তাকে ও তার দলকে প্রত্যাখ্যান করেছে সেখানেও তিনি ভ্রমণ করতে আসেন। সাথে নিয়ে আসেন শতশত আওয়ামী দালাল। এখন সময় শেখ হাসিনা ও তার সরকারকে প্রতিরোধ করার। দেশ শাসনের নামে দুশাসন ও বাকশাল প্রতিরোধ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি