ওসমানীনগরে রোহিঙ্গা মুসলিম নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নামলেন শায়খে গলমুকাপনী
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৬, ৬:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্য্যাতন, গনহত্যার প্রতিবাদে অসুস্থ অবস্থায় রাস্তায় নামলেন সিলেটের প্রবীন আলেম ওসমানীনগরের সর্বজন শ্রদ্ধেয় শায়খে গল্মুকাপনী। এসময় তার সাথে রাস্তায় নেমে আসেন এলাকার সর্বস্থরের মানুষ ভক্ত মুরিদানগন। রোহিঙ্গা মুসলিমদের করুন পরিনতি আর নির্যাতনের বর্ননা দিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন এই বয়োবৃদ্ধ আলেম। বিক্ষোভ সমাবেশের পর শায়খের দোয়ায় অংশ নেওয়া হাজারো মানুষ অশ্রুশিক্ত হয়ে হয়ে পরেন।
জানা যায়, ওসমানীনগরের বেগমপুর বাজারে গতকাল বিকেলে এলাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান গলমুকাপন দারুসসুন্নাহ মাদ্রাসার শায়খুল হাদিছ ও প্রিন্সিপাল মাওলানা শায়খ আব্দুস শহিদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। আব্দুল হকের সভাপতিত্বে ও ওসমানীনগর মানব কল্যান সোসাইটির চেয়ারম্যান মাওলানা মুক্তার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শায়খ গলমুকাপনী। এতে বক্তব্য রাখেন এলাকার ধর্মপ্রান বিভিন্ন পেশার ব্যক্তিরা।
বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক ছাত্র,ভক্ত-মুরিদানসহ রাজপথে নেমে আসেন। স্থানীয় চাতলপার আলীয়া মাদ্রাসা,কালনীচর মাদ্রাসা এলাকার বিভিন্ন সমাজকল্যান মুলক সংস্থা ও সোসাইটিসহ কয়েক হাজার মানুষের অংশগ্রহন করেন। সুরমা নিউজ টুয়েন্টি ফোর.কমকে মাওলানা মুখতার আহমদ জানান, হুজুর খুবই অসুস্থ, দুর্বল শরীর নিয়ে রাস্থায় নেমে এসেছেন। রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে তার প্রতিষ্টানের ছাত্র শিক্ষক,এলাকার মানুষ নিয়ে গলমুকাপন থেকে প্রায় ২ কিঃমিঃ এর দুরত্ব বেগমপুর রাজপথে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়ে হাজির হয়েছেন।