সবকিছু ভুলে গানে ফিরতে চান বানিয়া বন্ধু’ গানের শিল্পী সালমা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৬, ৭:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ক্লোজআপ তারকা সালমার সঙ্গে তার স্বামী শিবলী সাদিকের ঘর ভাঙনের খবর এখন মিডিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। বিষয়টি নিয়ে গত দু’দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে রসালো সব মুখরোচক খবর প্রকাশ হয়েছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন এই গায়িকা।
সালমা বলেন, ‘আমার সঙ্গে কথা না বলেই অনেক সাংবাদিক ভাইয়েরা খবর প্রকাশ করছেন। সেসব খবরে আমাকে হেয় করে অনেক আজে বাজে কথা লেখা হয়েছে। এটা একদমই ঠিক না। আমার সম্পর্কে টুকটাক সবাই জানেন। আমার আচরণ কেমন সেটাও জানেন। তাছাড়া আমার দুঃখটা হচ্ছে, নিজের দোষগুলো ঢাকার জন্য আমার প্রাক্তন স্বামী আমাকে নিয়ে বাজে কথা ছড়াচ্ছেন নানা জায়গায়। এতে আমার ভাবমুর্তি ক্ষুণ্ণ হচ্ছে।’
‘বানিয়া বন্ধু’ গানের এই শিল্পী আরো বলেন, ‘আমি অনেক চেষ্টা করেও আমার সংসার টিকিয়ে রাখতে পারলাম না। বিচ্ছেদ যেহেতু হয়েই গেছে এখন আর সেটা নিয়ে ভাবছিনা। তবে আমি ভীষণ আপসেট। কোনোদিন ভাবিনি আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে।’
সালমা বলেন, ‘যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবতে চাইনা। মানসিকভাবে চাঙ্গা হয়ে আবারো গানে মনোযোগী হবো। কারণ এই গানই আমাকে আজকের সালমা বানিয়েছে। মোটকথা সবকিছু ভুলে আবার গানে ফিরবো শিগগির। আমার অনেক কিছুই প্রমাণ করার আছে। সবার সহযোগিতা ও দোয়া কামনা করি।’
গান ছাড়াও সামলা বর্তমানে রাজধানীর একটি বেসরকারি ইনস্টিটিউতে আইন বিষয়ে অধ্যয়ন করছেন। লেখাপড়া শেষ করে তিনি সারাজীবন গানকেই জড়িয়ে বাঁচতে চান। এছাড়া একমাত্র মেয়ে স্নেহাকে ফিরে পেতে চান।
প্রসঙ্গত, গেল ২০ নভেম্বর স্বামী দিনাজপুর-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে। বর্তমানে সালমা তার রাজধানীর লালমাটিয়ার বাসায় রয়েছেন। সবকিছু ভুলে সালমা আবারো গানে ফিরতে চান।