আমি চেষ্টা করেছিলাম সংসারটা টিকিয়ে রাখার : সালমা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৬, ৩:০৪ পূর্বাহ্ণ
সুখেই কাটছিল শিবলী-সালমার সংসার। ২০১৪ সালের ১ জানুয়ারি এ দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান। কিন্তু শনিবার হঠাৎ জানা গেলো, সংসার ভেঙে গেছে সালমার। গেলো ২০ নভেম্বর ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় দু’জনের পরিবারের উপস্থিতিতেই তাদের ডিভোর্স হয়। সালমা এখন ধানমণ্ডিতে নিজের ফ্ল্যাটে রয়েছেন। দু’জনের মতবিরোধের জের ধরেই এ বিচ্ছেদ। এমন আভাস দিয়েছেন সালমা নিজেও।
সালমা জানান, গত দেড় বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল। গান করা নিয়ে প্রায়ই শিবলীর সঙ্গে ঝগড়া হতো। এরই প্রেক্ষিতে প্রায় ৫ মাস ধরে তারা দু’জনে আলাদা থাকছেন বলেও জানালেন ‘ক্লোজআপ-ওয়ান’ তারকা সালমা।
জানতে চাইলে জনপ্রিয় এ শিল্পী বললেন, ‘আমি চেষ্টা করেছিলাম সংসারটা টিকিয়ে রাখার। সংসার করবো বলে, গান-বাজনাও ছেড়েছিলাম। কিন্তু হঠাৎ স্বামীর মধ্যে পরিবর্তন আসে, সে আমাকে ভালোবাসে না, গানকে ভালোবাসে না, আমার পরিবারকেও সম্মান করে না।’ কথা প্রসঙ্গে তিনি আরো বললেন, ‘বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন চাইতো না আমি গান করি। গেলো ৪ বছর গান থেকে দূরেও ছিলাম। টিভি প্রোগ্রাম, কনসার্টসহ সবরকম অনুষ্ঠান থেকে নিজেকে দূরে রাখি। গানের কারণে শিবলী আমাকে মারধরও করতো। তবুও চেষ্টা করেছি সংসারটা টিকিয়ে রাখার জন্য।’ অবশেষে ‘ঘর ভাঙা’ বা ডিভোর্স নিয়ে মুখ খুললেন ক্লোজআপ তারকা সালমা। স্বামী সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে গান নিয়েই মনোমালিন্য শুরু হয় সালমার। এ কারণেই ডিভোর্স হয়েছে বলে শনিবার জানিয়েছেন তিনি। সালমা জানান, গত দেড় বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল। গান করা নিয়ে প্রায়ই শিবলীর সঙ্গে ঝগড়া হতো। এরই প্রেক্ষিতে প্রায় ৫ মাস ধরে তারা দু’জনে আলাদা থাকছেন বলেও জানালেন ‘ক্লোজআপ-ওয়ান’ তারকা সালমা। বর্তমানে শিশু কন্যা স্নেহাকে নিয়ে নিজের পরিবারের সঙ্গে মোহাম্মদপুরে আছেন সালমা। তবে ডিভোর্সের আইন অনুযায়ী মেয়ে স্নেহা সপ্তাহে মাত্র তিনদিন তার কাছে থাকবে বলে জানিয়েছেন এই কণ্ঠ তারকা।
এর আগে গত ২০১১ সালে দিনাজপুরের এমপি শিবলী সাদিকের সঙ্গে পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়। আর চলতি বছরের ২০ নভেম্বর তাদের মধ্যে ডিভোর্সের মাধ্যমে দীর্ঘ প্রায় সাড়ে চার বছরের দাম্পত্যের অবসান হয়। রাজধানীর ধানমণ্ডির একটি রেস্তোরায় দু’পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমেই দু’জনার মধ্যে তালাকের কার্য সম্পন্ন হয়েছে বলে জানা যায়।