সিনেমার লোকেরা সালমান শাহকে আর কতো ব্যবহার করতে চাও ?
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৬, ১০:১৬ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
শোনা যাচ্ছিলো, জাজ মাল্টিমিডিয়ায় নতুন চলচ্চিত্র ‘ধ্যাৎতেরিকি’র’ শুটিং হবে সিলেটের দাড়িয়াপাড়ায় অবস্থিত প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বাড়িতে। তবে সালমানের মা নীলা চৌধুরী জানিয়েছেন, কোনো শুটিং করা যাবে না সালমান শাহ ভবনে।
নিজের ফেসবুক টাইমলাইনে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন নীলা চৌধুরী।
তিনি ফেসবুকে লিখেছেন- ‘প্রিয় দেশবাসী ও সালমান শাহের ভক্তরা, আমি জানতে পারলাম সালমান শাহের বাড়িতে (সালমান শাহ ভবন) ছবির শুটিং হবে। এটা ডাহা মিথ্যে কথা। আমার বাড়িতে কখনো কোনো শুটিং হতে পারে না, হবে না।’
নীলা চৌধুরী ওই পোস্টে প্রশ্ন রাখেন- ‘সিনেমার লোকেরা সালমান শাহকে আর কতো ব্যবহার করতে চাও? সাবধান করে দিচ্ছি, এসব স্বপ্ন দেখা বন্ধ করো।’
আগামী বছরের প্রথমদিকে শুরু হবে আরেফিন শুভ, নুসরাত ফারিয়া জুটির ‘ধ্যাৎতেরিকি’ ছবির শুটিং।