বকেয়া বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে নবীগঞ্জের চা শ্রমিকরা
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৬, ১০:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবীতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন চা শ্রমিকরা।
গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) থেকে এ ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।
তাদের ন্যায্য বকেয়া বেতন ভাতা না পাওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম ও বাওয়ানী চা বাগানের প্রায় সাড়ে চারশ’ শ্রমিকের এরিয়া বিলসহ বেতনের প্রায় ২৫ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া বেতন আদায় ও অন্যান্য দাবী বাস্তবায়নের জন্য কোম্পানীর উপ মহাপরিচালক বরাবরে বিগত ১০ অক্টোবর আবেদন করেন শ্রমিকরা। এর প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর উক্ত বকেয়া পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ।
কিন্তু নির্ধারিত সময়ে বকেয়া বেতন-ভাতা না দেয়ায় গত মঙ্গলবার থেকে চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। বুধবার ধর্মঘটের দ্বিতীয় দিনেও চা শ্রমিকরা কাজে যোগ দেননি।
ইমাম চা বাগানের শ্রমিক সমিতির সভাপতি নির্মল রবি দাষ জানান, কর্তৃপক্ষ দীর্ঘ দিন ধরে আমাদের বকেয়া বেতন-ভাতা নিয়ে টালবাহানা শুরু করেছে। ঘর-বাড়ি মেরামত করেও দেন না তারা। অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা। তাই বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছি। আমাদের ন্যায্য দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
বাওয়ানী চা বাগানের শ্রমিক সমিতির সভাপতি স্বাধন মালাকারও একই দাবি জানান।