যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সানু মিয়ার মৃত্যু : কমিউনিটিতে শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৬, ১১:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, সজ্জন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,বিশিষ্ট ক্রীড়া ও যুব সংগঠক মিয়া আক্তার হোসেন সানু আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ সকাল ১১.০০ টায় ঢাকার শান্তিনগরস্থ তার নিজ ফ্লাটে তিনি ইন্তেকাল করেছেন।তার লাশ ঢাকাস্থ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
লন্ডনে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে প্রবাসী বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কেউই মেনে নিতে পারছেন না সর্বমহলে পরিচিত এমন সজ্জন, সদালাপী ব্যক্তির আকস্মিক মৃত্যু।
লন্ডন থেকে তার স্ত্রী, সন্তান আজ বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। তার পরিবারের লোকজন ঢাকায় পৌছানোর পর তার জানাজা এবং দাফনের সময়সূচী জানানো হবে।
মিয়া আক্তার হোসেন সানু, বছরের বেশিরভাগ সময়ই ঢাকায় থাকতেন। ৮০র দশকে যুক্তরাজ্য শাপলা ইয়ুথ ফোর্সের নেতৃত্বে থেকে যুক্তরাজ্যব্যাপী যুবকদের সংগঠিত করেন। প্রবাসী বাঙালিদের বিভিন্ন দাবি, দাওয়া, অধিকার আদায়ের আন্দোলনেও সক্রিয় ছিলেন সানু মিয়া।
গত ১৮ নভেম্বর তিনি লন্ডন থেকে ঢাকা যান। ফেইসবুকে তিনি খুব এ্যাক্টিভ ছিলেন। দিনে৫/৭ বার ফেইসেবুকে তিনে আপডেট দিতেন। তার ফেইসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, ১৮ নভেম্বর তিনি ঢাকায় বাংলাদেশ কালাচারাল রিপোর্টাস এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্র্ষিকীতে যোগ দেন।
১৯ নভেম্বর সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে বাউল শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে যোগে দেন। ২০ নভেম্বর তিনি আবার ঢাকায় ফেরেন। আজ, ২২ নভেম্বর সকাল ১০.০০টার দিকে ফেইসবুকে তার সর্বশেষ আপডেট ছিলো গুড মর্নিং ঢাকা। দুপুর ১২.০০ টার দিকে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে বন্ধু, বান্ধব শুভানুধ্যায়ীদের কাছে।
দুপুর ২.০০ টায় তার লাশ ঢাকা বারডেম হাসপাতালে নেওয়া হলে সেখানে সামাজিক, রাজনৈতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, তার শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজনরা তাকে একনজর দেখতে ভীড় জমান। সানু মিয়ার গ্রামের বাড়ি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামে।