বেপরোয়া ছাতক: ৩দিনে ৫ সংঘর্ষ, আহত ৭৫
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০১৬, ১০:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ছাতকে ৩দিনে পৃথক ৫ সংঘর্ষে ৭৫জন আহত হয়েছে। আইনশৃংখলার এ চরম অবনতি নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এসব ঘটনায় পালপুরে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হলেও অন্যান্য ঘটনাগুলো নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর (ইমামনগর) গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র বেলাল আহমদ (২৫)কে বাজার থেকে বাড়ি যাবার পথে মূখোশধারী সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অপর ঘটনায় একই গ্রামের কমপক্ষে ২২ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে আজাদ আলী (৫০), আরজদ আলী (৪৫), আলমাছ (৪৮), আমতর আলী (৪২), রিজ্জাদ মিয়া (৩০), মকদ্দুছ আলী (৪৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আজাদ আলীর ভাতিজা আলমাছ আলী ও আরজক আলীর সাথে বাড়ির সীমানা নিয়ে রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটে। অপর ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির ব্রাহ্মণগাঁও গ্রামে।
পারিবারিক সম্পত্তি নিয়ে রোববার রাতে গ্রামের কালা মিয়ার লাঠির আঘাতে ভাতিজা হাফেজ সাইদুল ইসলাম ও তার অপরভাই গুরুতর আহত হয়েছে। দু’জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ১৯নভেম্বর দোলারবাজার ইউপির পালপুরে সংঘর্ষে ২০জন ও ২০নভেম্বর শহরের চরেরবন্দ গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আরো ৩০জনসহ ৩দিনে পৃথক ৫টি ঘটনায় মোট ৭৫ব্যক্তি আহত হয়।
এগুলোর মধ্যে পালপুরের নোমান আহমদ ও শাহ আলম বাদি হয়ে পাল্টাপাল্টি মামলা দায়ের এবং অপর ঘটনাগুলো স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে। পুলিশ এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।