আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমানের বিকল্প নেই : বেলজিয়াম বিএনপি
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০১৬, ৩:৪৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ বর্তমান বিশ্ব রাজনীতির সাথে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের চলমান রাজনীতি ও আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরী হিসেবে তারেক রহমানই বিশ্বনেতার আসনে সমাসীন হয়েছেন। বিশ্ব নেতৃবৃন্দ এবং সচেতন প্রবাসীরা সেটাই মনে করেন। সেজন্যেই তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে গোটা ইউরোপে শুরু হয়েছে উৎসবের আমেজ ।
বেলজিয়ামে বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিনের অনুষ্টানে আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন । বেলজিয়াম বিএনপির উদ্যেগে অত্যন্ত জাকজমক পুর্নভাবে ২০নভেম্বর লিয়াজঁ শহরে একটি হল রুমে তারেক জিয়ার জন্মদিন পালন করা হয়। বেলজিয়াম বিএনপির সাবেক সহসভাপতি আহমদ সাজা মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাংগটনিক সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় সভায় বক্তারা বলেন তারেক রহমান শুধু বাংলাদেশের নেতা নয় তিনি এখন বিশ্বনেতা ,বিশ্বসভায় আগামী দিনে বাংলাদেশের ভাবমুর্তি তুলে ধরবেন ও দক্ষিন এশিয়ার উন্নয়নে আগামী দিনে এক নতুন চিন্তা ভাবনার সুচনা করবেন।
সভায় বক্ত্যব রাখেন, আলী জাহাঙ্গির, সৈয়দ মাহমুদ আক্কাছ, হাসান রাকিব প্রধান, শ্যামল আহম্দ, আবুল হাসনাত শামছু্ল, মোয়াজ্জেম হোসেন, জসিম মোল্লা,আশিক আহমদ বাপ্পী , হারুন অর রশিদ, ফারুক মোল্লা, ইউসুফ সোহেল, তাহসিক আহমদ , ওসমান মাসুদ, শাহিন শাহজাহান, ফখরুল ইসলাম, আব্দুল হোসেন, আনোয়ার হোসেন, হেলাল মিয়া, ফিরুজ আহমদ, আলম জাবেদ, জাহাঙ্গীর সোহেল, তৌফিক শফি চৌধুরী , আব্দুল খালিক , তাশিক হক, রেজাবুল মামুন,শেখ ফরিদ আলী, আহমদ কাইয়ুম, নুরুন নবী, নাহিদা আক্তার বাবু, ঝরনা ফেরদুসি, মাহমুদা খানম, সুবর্না আক্তার । তারেক জিয়ার ৫২তমতম জন্মদিনের অনুষ্টানের কেক কাটেন বেলজিয়াম বিএনপি নেতৃবৃন্দ।