বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া কমিয়ে দিচ্ছে ওমান
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৬, ১১:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বেশ কয়েকটি দেশের নারীদের জন্য ওমানে প্রবেশ কঠিন হয়ে যাচ্ছে। রয়্যাল ওমান পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। টুইটারে প্রকাশিত ঐ বিবৃতিতে বলা হয়েছে-
‘রয়্যাল ওমান পুলিশ নিশ্চিত করছে যে, নির্দিষ্ট কিছু দেশের নারীদের ভিজিট ভিসায় ওমানে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।’
গত ফেব্রুয়ারিতে ইথিওপিয়া, কেনিয়া, সেনেগাল, গিনি এবং ক্যামেরন থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করেছে ওমান। সম্প্রতি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার পরিমাণও কমিয়ে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন-
‘ওমানে বাংলাদেশী শ্রমিক নেয়া কমিয়ে দেয়া হচ্ছে। তবে এটা সব পেশার ক্ষেত্রে নয়। শুধুমাত্র অদক্ষ শ্রমিক নেয়াই কমানো হচ্ছে। ওমানে যেসব দেশের মানুষের সংখ্যা বেড়ে গেছে তাদের ক্ষেত্রেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।’
সূত্র: টাইমস অফ ওমান।